121 Driver's Job Circular Fire Service and Civil Defence, Feb 2018- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তরে ১২১ টি পদে ড্রাইভার নিয়োগ

0
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তরেরাজস্ব খাতে ১২১ টি পদে ড্রাইভার  নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ২৫/০২/২০১৮ যুগান্তর পত্রিকায়। সাধারন ড্রাইভার পদ ছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় ২৫ জন ড্রাইভার ও ০২ জন স্পীডবোট ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ :

ড্রাইভার : ১২১ পদে ড্রাইভার নিয়োগ দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তর। রাজস্বখাতে এ নিয়োগ হবে অস্থায়ী।

আবেদনের যোগ্যতা :
১। কমপক্ষে ৮ম শ্রেণি পাশ।
২। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী
৩। শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নুন্যতম,
      বুক : ৩২ ইঞ্চি নুন্যতম

       ওজন : ১১০ পাউন্ড নুন্যতম
৪। ক্রটিমুক্ত শারীরিক গঠন।
৫। বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং রাজবাড়ী, গোপালগঞ্জ, নেত্রকোণা, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, মাগুরা, নড়াইল, বরিশাল ও ঝালকাঠি জেলার প্রারী্রা আবেদন করতে পারবেন না। (এতিম ও মুক্তিযোদ্ধা কোটায় সব জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। )
৬। বয়স নুন্যতম ১৮ বছর ও সবোর্চ ৩০ বছর।

ড্রাইভার (মুক্তিযোদ্ধা কোটা) : মুক্তিযোদ্ধা কোটায় ২৫ টি পদে ড্রাইভার নিয়োগ দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তর। রাজস্বখাতে এ নিয়োগ হবে অস্থায়ী।

আবেদনের যোগ্যতা :
১। কমপক্ষে ৮ম শ্রেণি পাশ।
২। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী
৩। শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নুন্যতম,
      বুক : ৩২ ইঞ্চি নুন্যতম

       ওজন : ১১০ পাউন্ড নুন্যতম
৪। ক্রটিমুক্ত শারীরিক গঠন।
৫। বাংলাদেশের প্রকৃত নাগরিক ও মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয় কাগজ পত্র থাকতে হবে।
৬। বয়স নুন্যতম ১৮ বছর ও সবোর্চ ৩২ বছর।


 স্পীড বোট  ড্রাইভার :০২ টি পদে ড্রাইভার নিয়োগ দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তর। রাজস্বখাতে এ নিয়োগ হবে অস্থায়ী।

আবেদনের যোগ্যতা :
১। কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ঠ বিষয়ে সনদধারী হতে হবে।
৫। বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং রাজবাড়ী, গোপালগঞ্জ, নেত্রকোণা, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, মাগুরা, নড়াইল, বরিশাল ও ঝালকাঠি জেলার প্রারী্রা আবেদন করতে পারবেন না। (এতিম ও মুক্তিযোদ্ধা কোটায় সব জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। )
৬। বয়স নুন্যতম ১৮ বছর ও সবোর্চ ৩০ বছর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপদপ্তরে ১২১ টি পদে ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন



আবেদন ফরম পূরণ করে ট্রেজারি চালানের মাধ্যমে একশত টাকা জমা দিয়ে অন্যান্য কাগজ পত্র সহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীগণ আগামী ২০ মার্চ ২০১৮ তারিখ সকাল ৮.০০ টায় এবং রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের প্রার্থীগনকে আগামী ২১ মার্চ ২০১৮ তারিখ সকাল ৮.০০ টায় পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নং গোলচত্বর), ঢাকায় উপস্থিত হতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top